মেজর সকার লিগে সিনসিনাটির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। দশদিন আগে এই দলটির কাছে নাস্তানাবুদ হয়েছে মেসিরা। ৩-০ গোলে হেরেছিল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আরো বেশি নাকাল হওয়ার শঙ্কা ছিল মায়ামি ভক্তদের। কেননা নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে মেসি ছিলেন না। কিন্তু স্বস্তির ব্যাপার, ম্যাচে লজ্জাজনক কিছু ঘটেনি। মেসিকে ছাড়াই সিনসিনাটিকে রুখে দিয়েছে মায়ামি। নিজেদের মাঠের খেলায় গোলশূন্য ড্র করেছে দলটি।
গত সপ্তাহে অনুষ্ঠিত অল স্টার গেমে খেলেননি লিওনেল মেসি। এ কারণে তাকে এক ম্যাচে নিষিদ্ধ করা হয়। একই অপরাধে অপরাধী হয়ে সিনসিনাতির বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় ইহোর্দি আলবাকে।
সর্বশেষ সাত ম্যাচের ছয়টিতে জয় নিয়ে এ ম্যাচ শুরু করেছিল মায়ামি ও সিনসিনাটি। মেসিকে ছাড়াই অবশ্য ভালো করার রেকর্ড রয়েছে মায়ামির। মেসিকে ছাড়াই একবার তারা টানা পাঁচ ম্যাচ জয় করেছিল। তবে সিনসিনাটির বিপক্ষে তারা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে এমনটা হয়তো কেউ ভাবেনি। ২৪ ম্যাচ শেষে দলটি ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে মায়ামির পয়েন্ট ৪১। তাদের অবস্থান পঞ্চম। তবে দলটি ২১ ম্যাচ কম খেলেছে। ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ায় মায়ামি ম্যাচ সংখ্যায় পিছিয়ে রয়েছে। ফলে তাদের সামনে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে।
ম্যাচের শুরুর দিকে লুইস সুয়ারেজ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তার মধ্যে একটা পেয়েছিলেন ফাফা পিকাল্ট। কিন্তু সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। সিনসিনাটি গোলরক্ষক রোমান কেলেনতানো তার দক্ষতার সঙ্গে রুখে দেন।
অন্যদিকে শেষ সময়ে সিনসিনাটি ডিফেন্ডার মাইলস রবিনসন মায়ামির জালে বল পাঠিয়েছিলেন। এভান্ডারের ফ্রি কিকের সুবাদে পাওয়া বল তিনি জালে পাঠালেও ফাউলের কারণে গোলটি বাতিল হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















