বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ হলো। ইন্টার মায়ামির অধিনায়ককে মায়ামির চাবি উপহার দেওয়া হয়েছে। শহরটির মেয়ার ফ্রান্সিস সুয়ারেজ তার হাতে মায়ামির চাবি তুলে দেন।
সম্মানজনক চাবি মেসির হাতে তুলে দেওয়ার সময় মেয়র ফ্রান্সিস সুয়ারেজ বলেন, আমাদের এই শহর, আমাদের দেশ, এবং বিশ্ব ফুটবলের জন্য আপনি যা করেছেন তার জন্য আমরা আপনার হাতে এই সম্মানজনক চাবি তুলে দিচ্ছি।
২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেন। ক্লাব যোগ দিয়ে ক্লাবকে ইতিহাসের পাতায় স্থান করে দেন। প্রথম আসরেই তারা লিগ কাপ জয় করে। এটা ছিল ইন্টার মায়ামির ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি। তারপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। একই সঙ্গে মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়তে সহায়তা করেন।
অনুষ্ঠানে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস বলেন, আমাদের ইন্টার মায়ামির অধিনায়ক, আমাদের দশ নম্বর খেলোয়াড় নিয়ে আমি কিছু কথা ভাগাভাগি করতে চাই। আমাদের পক্ষ থেকে তার জন্য ছোট্ট এক উপহার। যেখানে আমাদের হৃদয়ের ভালোবাসা রয়েছে। এটা শুধু আপনার জন্য নয়, আপনার স্ত্রী ও সন্তানদের জন্যও উপহার। আপনারা যেন এখানে নিজের বাড়ির মতো করে থাকতে পারেন সেই জন্য এই উপহার।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















