লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো কে সেরা! এই প্রশ্নের উত্তর নিয়ে বিশ্বজুড়ে চলছে দীর্ঘ তর্ক-বিতর্ক। এবার রোনালদো নিজেই পুরনো সেই বিতর্ক আবার উস্কে দিলেন। কাতার বিশ্বকাপের আগে ‘পিয়ার্স মরগান আনসেন্সর্ড’-এর সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সেই সাক্ষাৎকারের পর ওল্ড ট্রাফোর্ড ছাড়তে বাধ্য হয়েছিলেন এই পর্তুগিজ মহাতারকা। আরও একটা বিশ্বকাপের সামনে রেখে ফের রোনালদোর মুখোমুখি পিয়ার্স মরগানের। এবারও বিতর্ক উসকে দিয়েছেন ৪০ বছর বয়সী আল নাসর তারকা।
মরগানকে দেয়া বিস্ফোরক সাক্ষাৎকারে রোনালদো তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে সর্বকালের সেরা বলে মনে করেন না। সৌদি আরবে যোগ দেওয়ার পর জীবনের নানা দিক নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি এই ব্রিটিশ সাংবাদিক ও ব্রডকাস্টারের সঙ্গে।
যেখানে এই কিংবদন্তি পর্তুগিজ খোলাখুলি জানিয়ে দিয়েছেন-আর্জেন্টাইন মহাতারকাকে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে দেখেন না। তবে তারা দুজনেই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। রোনালদো আল-নাসরের হয়ে মধ্যপ্রাচ্যে সাফল্যের খোঁজ করছেন, আর মেসি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিকে প্রতিষ্ঠিত করতে নিজেকে সঁপে দিয়েছেন।
বর্তমান সময়েই দুই কিংবদন্তি খেলোয়াড়ই তাদের ক্যারিয়ারে লা লিগার শিরোপা, ব্যালন ডি’অর এবং অসংখ্য ট্রফি জিতেছেন, কিন্তু একে অপরকে ছোট করে কথা বলা থেকে সবসময়ই বিরত থেকেছেন। তবে এবার রোনালদো সেই চিরন্তন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন।
পিয়ার্স মরগান সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করলেন, ‘মেসিই কি গোট?’ জবাবে রোনালদো সরাসরি বললেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি সেই মতের সঙ্গে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’
আল-নাসরের জার্সিতে গোলের পর গোল যোগ করে চলা এই রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি বিশ্বাস করেন, তিনি যথেষ্ট প্রমাণ দিয়েছেন কেন তাকে ইতিহাসের সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।
এক দশকেরও বেশি আগে রুনি জানিয়েছিলেন, তার পছন্দ মেসি। তিনি বলেছিলেন, ‘তারা দুইজন ভিন্নধর্মী খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় মেসি অবিশ্বাস্য, সে-ই সেরা। তবে রোনালদো কিছুটা দুর্ভাগ্যবান, কারণ অন্য কোনো সময়ে জন্মালে ও-ই জিতত মেসির সব পুরস্কার।
দুজনই ইতিহাসের সেরাদের মধ্যে। সাবেক সতীর্থের এমন মন্তব্যে রোনালদো বিরক্ত হননি। তিনি সহজভাবে উত্তর দেন, এতে আমার কোনো সমস্যা নেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















