দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চমকে দিয়েছে প্যারাগুয়ে। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় পিছিয়ে পড়েও ২-১ গোলে মেসিদের হারিয়ে দিয়েছে। প্যারাগুয়ের হয়ে আন্তোনিও সানাব্রিয়া ও ওমর আলদেরেতে গোল করেন। আর্জেন্টিনার হয়ে গোলের খাতায় নাম লেখান লাউতারো মার্টিনেজ।
ম্যাচের একাদশ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু প্যারাগুয়ে তাদের জন্য এমন চমক জমিয়ে রেখেছে তা তারা কল্পনা করতে পারেনি। ১৯ মিনিটে মধ্যে আন্তোনিও সানাব্রিয়াে গোল করে খেলায় সমতা আনেন। স্বাগতিক দর্শকদের মনে স্বস্তি এনে দেন। বিরতির পরপরই এই স্বস্তিকে আনন্দে রূপ দেন ওমর আলদেরে।
বিশ্বকাপ বাছাই পর্বে একটি সংস্করণে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে। গত সেপ্টেম্বরে এই মাঠেই ব্রাজিলকে হারিয়েছিল তারা।
আন্তোনিও সানাব্রিয়াের গোলটি দর্শকরা অনেকদিন মনে রাখবে। অসাধারণ দৃশ্য ছিল এটি। ডান প্রান্ত থেকে গুস্তাভো ভেলেজকুয়েজের ক্রস বক্সে আড়াআড়িভাবে পেয়ে যান তুরিনো ফরোয়ার্ড। বাই সাইকেল কিকে গোল করেন তিনি।
আর্জেন্টিনা দ্বিতীয় গোল হজম করে ৪৭ মিনিটে। ৬৯ মিনিটে তারা গোল পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিল। রদ্রিগো দি পল প্যারাগুয়ের গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেননি। পোস্টের ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন তিনি।
হার সত্ত্বেও আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে কলাম্বিয়া। ১৯ পয়েন্ট তাদের। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। প্যারাগুয়ের পয়েন্ট ১৬। তারা ষষ্ঠ স্থানে।