আরো একটা শিরোপা জয়ের খুব কাছে দাঁড়িয়ে ছিলেন লিওনেল মেসি। একটা মাত্র জয়ে আরো একটা শিরোপা যোগ হতো তার ক্যারিয়ারে। কিন্তু পারেননি মেসি। লিগস কাপের ফাইনালে সিয়েটল সাউন্ডার্সের কাছে হেরে গেছে তার দল ইন্টার মায়ামি। আজ ভোরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৩-০ গোলে হেরেছে মায়ামি। জয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল।
এ জয়ের মাঝ দিয়ে লিগস কাপে সিয়েটল তাদের আধিপত্য আরো স্পষ্ট করেছে। ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স দলকে হারিয়ে তারা সিয়েটলের কোচ ব্রায়ান শেমেতজার তার ট্রফি কেসটা আরো সমৃদ্ধ করেছেন। আগেই তিনি দুইবার মেজর সকার লিগ ও একবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন।
স্বাগতিক দলের কাছে এদিন পাত্তাই পায়নি মেসিরা। ম্যাচের শুরু থেকেই সিয়েটল ছিল আক্রমণাত্মক। ২৬ মিনিটে ওসাজে ডি রোজারিও’র গোলে এগিয়ে যায় সিয়েটল। দ্বিতীয়ার্ধে সমতা আনার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। খুব কাছ থেকে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন মেসি। সাধারণত এমন জায়গা থেকে মেসি গোল করতে ভুল করেন না।
মেসির গোল মিস বিষ্ময়কর হলেও তাদেও অ্যালেন্দার মিস কম অবাক করার মতো ছিল না। সিয়েটলের গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেননি তিনি। সিয়েটল ম্যাচের শেষ দিকে পরপর দুই গোল করে মায়ামির শিরোপা পুনরুদ্ধারের শেষ করে দেয়।
