মেসির গোল সত্ত্বেও হার মায়ামির

লিওনেল মেসি

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসি ও ইন্টার মায়ামির। একের পর এক হার মায়ামির ভান্ডারকে ভারী করে চলেছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের পর মেজর সকার লিগে একের পর এক ম্যাচ হার সঙ্গী হচ্ছে তাদের। গত রাতে মেজর সকার লিগে মিনেসোটার কাছে হেরে গেছে দলটি। লিওনেল মেসির গোল সত্ত্বেও মায়ামি হেরেছে ৪-১ গোলে।

মিনোসেটা উভয়ার্ধে দুটো করে গোল করে। মেসি গোল করেন দ্বিতীয়ার্ধে। এই হারের ফলে মায়ামি শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে। ১১ ম্যাচ শেষ মায়ামির পয়েন্ট ২১। তাদের অবস্থা চতুর্থ। কলম্বাস ক্রু সমান ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ফিলাফেলডিয়া ও এফসি সিনসিনাত্তি ২২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এ ম্যাচে সুইস সুয়ারেজ খেলেননি। ব্যক্তিগত কারণে এ ম্যাচে দলের সঙ্গে ছিলেন না তিনি। এছাড়া ফাপা পিকাল্ট অসুস্থার কারণে মাঠে ছিলেন না। যার ফলে মায়ামির আক্রমণের ধার কমে যায়।

Exit mobile version