মেজর লিগ সকারে টানা দুই ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি এবার ঘুরে দাঁড়াল দারুণভাবে। নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ল লিওনেল মেসির দল। ম্যাচে হ্যাটট্রিক অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মায়ামির হয়ে জোড়া গোল করেছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা।
তবে বড় ব্যবধানে জিতেও আনন্দ অসম্পূর্ণ রইল মায়ামির। একই দিনে অন্য ম্যাচে ফিলাডেলফিয়া ১-০ গোলে হারিয়েছে নিউইয়র্ক সিটিকে। সেই জয়ের সুবাদে মায়ামিকে পেছনে ফেলে সাপোর্টার্স শিল্ড জিতে নিয়েছে তারা—যা এমএলএস মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে দেওয়া হয়। গত মৌসুমে এই পুরস্কার জিতেছিল মায়ামি।
শিকাগো ফায়ারের বিপক্ষে আগের হারের পর থেকেই মায়ামির শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় ফুরিয়ে গিয়েছিল। ফিলাডেলফিয়ার প্রয়োজন ছিল শেষ দুই ম্যাচে একটি জয়—যা আজই নিশ্চিত করেছে দলটি। এখন ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মায়ামি, আর ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সিনসিনাটি। ফলে মায়ামির পক্ষে ফিলাডেলফিয়াকে আর ধরার কোনো সুযোগ নেই। এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় সাপোর্টার্স শিল্ড জয়, প্রথমটি এসেছিল ২০২০ সালে।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল মায়ামি। ৩২ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির কাছ থেকে দুর্দান্ত পাস পেয়ে জালে বল পাঠান জর্দি আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান কমান ডোর টুরগেমেন।
কিন্তু মাত্র এক মিনিট পর ফের আঘাত হানেন মেসি। প্রায় মাঝমাঠ থেকে দারুণ থ্রু পাস বাড়িয়ে আয়েন্দেকে দেন তিনি, যেখান থেকে আয়েন্দে নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৬৩ মিনিটে আলবাও করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল।
ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় মৌসুম শেষে অবসর নিতে যাওয়া স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেত্সকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















