কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগের খেলায় ইন্টার মায়ামি জয় পেয়ে পরবর্তী রাউন্ডে খেলার পথে অনেকটা এগিয়ে রয়েছে। ১-০ গেলে জয় পেয়েছে লিওনেল মেসিরা। বাংলাদেশ সময় বৃহষ্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন মেসি।
এদিন ম্যাচ শেষে লিওনেল মেসি একটা অস্বাভাবিক অনুরোধ পান। কানসাস সিটির বিপক্ষে ম্যাচ শেষ হতেই ম্যাচের রেফারি মেসির দিকে এগিয়ে যান এবং তার জার্সি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মেসি তাকে তার জার্সিটি দিয়েছেন।
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে লিওনেল মেসির জার্সি পাওয়াটা যে কোনো মানুষের জন্য একটা কাঙ্খিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে চাওয়া মাত্রই রেফারি ওরিতজ নাভা জার্সিটি পাননি। তার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কেননা মাঠে প্রচণ্ড ঠান্ডা ছিল। এই অবস্থায় জার্সি খোলাও কঠিন ছিল। ফলে পোষাক পরিবর্তনের রুমে যাওয়ার পর রেফারিকে জার্সিটি দেন মেসি।
খেলার শুরুতে মাঠের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি ফারেনহাইট। এমন ঠান্ডায় খেলা পরিচালনার জন্য ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো ক্ষুদ্ধ হয়েছেন। তিনি বলেন, আমি মনে করি এমন পরিবেশে খেলা করাটা কঠিন। এটা মোটেও মানবিক নয়।’