ফিফা ক্লাব বিশ্ব কাপ থেকে ফেরার পর উড়ছেন লিওনেল মেসি। গোলের সঙ্গে সখ্য তার আগেই ছিল। এখন যেনো আরও বেড়েছে। ক্লাব বিশ্ব কাপ থেকে ফেরার পর দুই ম্যাচে জোড়া গোল করেছেন। আজ সকালে ফক্সব্রোতে অনুষ্ঠিত মেজর সকার লিগের ম্যাচে তার জোড়া গোলের সুবাদে মায়ামি ২-১ গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ডকে। মেজর সকার লিগে এটা নিয়ে টানা চুতর্থ জয় পেল মেসির দল।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি ভালো অবস্থানে চলে এসেছে। ১৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট, অবস্থান পঞ্চম স্থানে। ২১ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে এফসি সিনসিনাতি রয়েছে শীর্ষে। তারপর যথাক্রমে নাশভিলে (৪১), ফিলাডেলফিয়া ইউনিয়ন (৪০) ও কলম্বাস ক্রু (৩৮)। এ দলগুলোর প্রত্যেকে ২১টি করে ম্যাচ শেষ করেছে।
গত শনিবার ইন্টার মায়ামি ৪-১ গোলে হারিয়েছিল মন্ট্রিলকে। সে ম্যাচেও জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। সব মিলিয়ে টানা চার ম্যাচে তিনি জোড়া গোলের কীর্তি গড়েছেন। মেজর সকার লিগের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড় টানা চার ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন।
ক্লাব বিশ্বকাপের জন্য মেজর সকার লিগের বেশ কয়েকটা ম্যাচ নির্ধারিত সময়ে খেলতে পারেননি মায়ামি। ফলে পয়েন্ট টেবিলে অনেক নিচে নেমে গিয়েছিল। টানা দুই জয়ে তারা আবার ভালো অবস্থানে উঠে এসেছে। বাকি ম্যাচগুলোতে জয় পেলেই তারা শীর্ষস্থানে ফিরে আসবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















