লিওনেল মেসি ঝড়ে অরলান্ডো সিটিকে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। বুধবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় পেয়েছে মেসিদের দল। মেসি জোড়া গোল করেছেন। অন্য গোলটি করেছেন সেগোভিয়া।
আগামী ৩১ আগষ্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপা লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। ফাইনালে ওঠার জন্য অপর সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে লা গ্যালাক্সি ও সিয়েটল সাউন্ডার্স।
ফাইনালে ওঠার মাঝ দিয়ে ইন্টার মায়ামি ২০২৬ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও খেলা নিশ্চিত করেছে। পাশাপাশি আবার লিগস কাপ জয়ের সম্ভাবনা তৈরি করেছে। দুইবছর আগে মেসির হাত ধরে ইন্টার মায়ামি এই শিরোপা জয় করেছিল। মায়ামির ইতিহাসে এটা ছিল প্রথম শিরোপা। মায়ামরি সামনে আবার সেই শিরোপা জয়ের হাতছানি। আর একটা মাত্র জয়।
মাত্র ১৪ মিনিটের ঝড়ে ইন্টার মায়ামির ফাইনাল নিশ্চিত হয়। তারা শেষ গোলটি পায় ইনজুরি সময়ের প্রথম মিনিটে। গোলটি করেন সেগোভিয়া। এর আগে লিওনেল মেসি ৭৭ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন। আর ৮৮ মিনিটে দলকে এগিয়ে নেন।
মেসিদের কাজটা অবশ্য সহজ করে দিয়েছিলেন অরলান্ডো সিটির ডেভিড ব্রেকালো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৭৫ মিনিটে তিনি মাঠ থেকে বহিস্কৃত হন। একজন বেশি নিয়ে খেলার সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে মেসিরা একের পর এক গোল করে জয় তুলে নেয়।
