মেজর সকার লিগে আলো ছড়িয়ে চলেছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। শনিবার রাতে লীগের ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। একটা গোলে সহায়তা করেছেন। সে সুবাদে ইন্টার মায়ামি ৩-২ গোলে জয় পেয়েছে।
ম্যাচে প্রথমে মেসি ছিলেন গোলের রূপকার, পরে হয়েছেন গোলদাতা। মাঝমাঠ থেকে তার পাঠানো চমৎকার পাস থেকে তাদেও অ্যালেন্দে গোল করে মায়ামিকে এগিয়ে নিয়েছিলেন। তবে এ গোল মেসিরা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মায়ামির ৩৫ মিনিটে করা গোল ডিসি ইউনাইটেড দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরিয়ে দেয়। ক্রিশ্চিয়ান বেনটেকে করেন গোলটি।
৬৬ মিনিট ও ৮৫ মিনিটে মেসি জোড়া গোল করে আবার মায়ামির সামনে ম্যাচ জয়ের স্বপ্ন এঁকে দেন। শেষ পর্যন্ত এই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। ডিসি ইউনাইটেড শেষ সময়ে একটা গোল করলেও মায়ামির জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
এ জয়ের ফলে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানের আরো উন্নতি করেছে। ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৯। ষষ্ঠ স্থানে অবস্থান তাদের। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তবে তারা খেলেছে ৩১ ম্যাচ। মায়ামির উপরে রয়েছে সিনসিনাতি (৫৫), শার্লট এফসি (৫৩), নিউইয়র্ক সিটি (৫৩) ও নাশভিলে (৫০)।
