আবার মেসি ঝলক। আগের ম্যাচেই মেসির চমকে কনকাকাফ ট্রফিতে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। আর রবিবার সকালে মেসির চমকে এমএলএসে হার এড়িয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের অন্তিত মূহুর্তে মেসির করা অ্যাসিস্টে গোল পায় মায়ামি। আর তাতেই পয়েন্ট নিয়ে মেজর সকার লিগে যাত্রা শুরু হয়েছে মায়ামির।
নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পেয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু এক পর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। লিগের প্রথম ম্যাচেই তাদের হার অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ। চলছে ইনজুরি সময়ের খেলা। সে সময়ের নবম মিনিটও শেষ। নিউইয়র্ক সিটির সমর্থকরা জয় উদযাপনের মানসিক সব প্রস্তুতি শেষ করেছে। অপেক্ষা শুধু রেফারির বাঁশির শব্দ শোনার। শব্দ তারা শুনেছে, তবে খেলা শেষের নয়, গোলের। মেসির যাদুকরী পাস থেকে তালেকসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে মূল্যবান পয়েন্ট এনে দেন।
ম্যাচে ২৩ মিনিটেই দশজনের দলে পরিণত হয়েছিল মায়ামি। তার আগে ম্যাচের পঞ্চম মিনিটে মেসির পাস থেকে তমাস অ্যাভিলেস গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। সেই অ্যাভিলেস ২৩ মিনিটে লাল কার্ড দেখেন। তখনই শুরু হয় মায়ামির দুর্ভাগ্য। ২৬ মিনিটে নিউইয়র্ক সমতায় ফেরায়। আবার গোল পায় নিউইয়র্ক, এগিয়ে যায় ২-১ ব্যবধানে। কিন্তু জয় নিয়ে তাদের মাঠছাড়া হয়নি। সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।