যত দিন যাচ্ছে, ততই আর্জেন্টাইন তারকাদের মিলনস্থলে রূপ নিচ্ছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির সতীর্থ রদ্রিগো ডি পলকে সবে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এবার নজর পড়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দিকে।
কানাডিয়ান গণমাধ্যম ওয়েকিং দ্য রেড জানিয়েছে, ইতিমধ্যেই মার্টিনেজের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে মায়ামি। কারণও স্পষ্ট—দলের প্রথম পছন্দের গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সম্প্রতি শার্লট এফসিতে যোগ দিয়েছেন। তাকে ছেড়ে দিয়ে যে বিপুল পরিমাণ জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) পেয়েছে মায়ামি, সেই অর্থই কাজে লাগাতে চায় তারা।
২০২০ সালে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির নির্ভরযোগ্য গোলরক্ষক মার্টিনেজ। তবে ৩২ বছর বয়সী এই গোলকিপার ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র করেছে।
ট্রান্সফার মার্কেটে মার্টিনেজের মূল্য ধরা হচ্ছে ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরোর মধ্যে। ভিলা অবশ্য জানিয়ে দিয়েছে, প্রত্যাশিত অঙ্ক না পেলে তারা প্রস্তাব ফিরিয়ে দেবে। তবে ক্যালেন্ডার বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাকে দলে আনার চেষ্টা চালাচ্ছে মায়ামি।
এই ট্রান্সফার সম্পন্ন হলে মেসির মতো পরিচিত সতীর্থদের সঙ্গেই এমএলএস মঞ্চে দেখা যাবে বাজপাখি খ্যাত এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















