বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। তার দল হেরেছে। বাংলাদেশ সময় আজ সকালে মেজর সকার লিগে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। শার্লটের বিপক্ষে ম্যাচেও তার দল হেরেছে। মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। আর প্রতিপক্ষের ইদান তোক্লোমাতি হ্যাটট্রিক করেছেন। সে সুবাদে শার্লট ৩-০ গোলে জয় পেয়েছে।
ম্যাচের ৩২তম মিনিটে মেসির সামনে গোল করার দারুণ সুযোগ আছে। কিন্তু মেসি গোল করতে ব্যর্থ হন। এর আগে এ মৌসুমে মায়ামির হয়ে তিন পেনাল্টিতে সফল ছিলেন মেসি। সর্বশেষ তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন বিশ্বকাপে। পোল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে পেনাল্টি থেকে গোল করার ব্যর্থতার তিন বছর পর মায়ামির হয়ে ব্যর্থতার খাতায় নাম লেখালেন।
মেসি পেনাল্টিতে সফল হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। কিন্তু মেসির পেনাল্টি মিসের ধাক্কা সামলে ওঠার আগেই গোল হজম করতে হয় তাদের। ৩৪ মিনিটে ইদান তোক্লোমাতি গোল করেন।
দ্বিতীয়ার্ধে আরও উজ্জ্বল ছিলেন তোক্লোমাতি। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। এর আগে ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির ডিফেন্ডার তোমাস আভিলেস।
