মেসির ফ্রি কিকে আহত শিশু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় ক্রিস গেইল একটা বিশাল ছয় মেরেছিলেন। ছয় মারা সেই বল গ্যালারিতে আছড়ে পড়েছিল। এমন ছয়ে দর্শকদের আনন্দে মেতে ওঠার কথা। কিন্তু সেই ছয়ে আনন্দের চেয়েও বেদনা দিয়েছিল বেশি। কেননা গ্যালারিতে থাকা একটি বাচ্চা মেয়ের মুখে লেগেছিল উড়ে যাওয়া বলটি। হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল সেই বাচ্চা মেয়েটিকে। পরে ক্রিস গেইলও তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মেসির ক্ষেত্রেও যেন ঘটনা অনেকটা এমনই।

ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। মেজর লিগ ফুটবলে ওরল্যান্ডো এফসির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতেছে তার দল মায়ামি। ম্যাচে মেসি জোড়া গোল করেছেন। তবে আলোচনার বিষয় এসব নয়, বরং একটি ফ্রি-কিক। প্রতিপক্ষের সীমানায় পাওয়া ফ্রি কিকটি পোস্টের এক কোনা দিয়ে জালে ফেলতে চেয়েছিলেন মেসি। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। তার সেই ফ্রি-কিক গ্যালারিতে একটি বাচ্চা মেয়ের গায়ে লাগে। স্বাভাবিক ভাবেই জোরালো আঘাতে বাচ্চা মেয়েটির কেঁদে দেয়। পাশেই থাকা দুই মহিলা বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করছিলেন। ক্যামেরায় ধরা হয় তার বাবাকে।

মেয়ের চোখে পানি- কিন্তু বাচ্চার এসব নিয়ে ভাবনা নেই। তার বাবা অবশ্য অন্য জগতে! মেসির ফ্রি-কিক তাঁর বাচ্চার গায়ে লেগেছে, এই ভেবেই অবাক হয়ে যান। বলটি হাতে নিয়ে কিছুতেই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না, মেসির নেওয়া ফ্রি-কিকের বল তাঁর হাতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভাইরাল হয়েছে এই ভিডিও।

Exit mobile version