প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র ইন্টার মায়ামির। দ্বিতীয় ম্যাচে এফসি পোর্তোর বিপক্ষে মাঠে নামতে না নামতেই গোল হজম মায়ামির। বিশ্ব ক্লাব কাপ থেকে আগেভাগে বিদায়ের শঙ্কা যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামির। এমন সময় প্যান্ডোরার বাক্স খুললেন লিওনেল মেসি। ফ্রি কিকে অসাধারণ এক গোল করলেন। আর তাতেই বিদায়ের শঙ্কা থেকে রক্ষা পেয়ে মায়ামি এখন দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন বুনছে।
গতকাল রাতে এফসি পোর্তোকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট পালমেইরাসের। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে পালমেইরাস পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।
সামু আগেহোয়ার গোলে এগিয়ে যায় পোর্তো। অষ্টম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোলটি করে পোর্তো। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দল আর কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তালাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে খেলায় ফিরিয়ে আনে। ৪৭ মিনিটে তার গোলের সাত মিনিট পর ফ্রি কিক পায় মায়ামি। আর সেখান থেকে গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। তার গোলেই মায়ামির জয় নিশ্চিত হয়।
মেসির গোল হতবাক করেছে পোর্তোর গোলরক্ষককে। দূর থেকে মেসির নেওয়া ফ্রি কিক পোর্তোর খেলোয়াড়দের তৈরি করা মানব দেয়ালকে ফাঁকি পোর্তোর গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে আছড়ে পড়ে।
মাঠে অবশ্য পোর্তোর আক্রমণের হার বেশি ছিল। তারা ১৪ শট নিয়েছে। বিপরীতে মায়ামিয় নিয়েছে ছয়টি। তবে মায়ামির শটের নির্ভূলতা বেশি ছিল। মায়ামির পাঁচটি শট ছিল পোস্টে, সেখানে পোর্তো মাত্র তিনটি শট জালে রাখতে পেরেছিল।