লিওনেল মেসি মাঠে রয়েছেন, অথচ তাকে ছাপিয়ে অন্য এক আর্জেন্টাইন ম্যাচের নায়ক ব্যাপারটি একটু বেমানান বটে। কিন্তু শনিবার যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তেমনটাই ঘটেছে।
মিসরের আল আহলি ক্লাবের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপ। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। ম্যাচে যে কেউ জয় পেতে পারতো। লিওনেল মেসির একটা শট ক্রসবারে লেগে না ফিরলে হয়তো মায়ামি জয় পেতো। আবার আল আহলি গোলের সহজতম সুযোগ নষ্ট না করলেও মায়ামিকে হার নিয়ে মাঠ ছাড়তে হতো। কেননা ম্যাচে পেনাল্টি পেয়েও তারা গোল করতে পারেননি। গোলবারের নিচে দাঁড়ানো এক আর্জেন্টাইন আল আহলিকে হতাশ করেছেন।
সেই আর্জেন্টাইনের নাম অস্কার উস্তারি। অসাধারণ খেলা উপহার দিয়েছেন তিনি। মেসির সাবেক সতীর্থ ৩৮ বছর বয়সী উস্তারি ৪৩ মিনিটে আল আহলির পেনাল্টি ঠেকিয়ে দেন। শুধু পেনাল্টি নয়, পুরো ম্যাচ জুড়ে আটবার তিনি দলকে গোল হজম থেকে রক্ষা করেছেন। হয়েছেন ম্যাচ সেরা। এবারের ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যান অব দ্য ম্যাচ তিনি।
ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা অস্কার উস্তারি আর্জেন্টিনা ফুটবলে এক পরিচিত মুখ। মেসির সঙ্গে ২০০৫ সালে ফিফা অনুর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও দলে ছিলেন। উভয় ক্ষেত্রে শিরোপা জয় করেছিেলেন উস্তারি। তবে মূল জাতীয় দলে হয়ে তার সফরটা ছিল খুবই সংক্ষিপ্ত। মাত্র দুটো ম্যাচ খেলেছেন।