মেসির রেকর্ড গড়া ম্যাচে পুয়ের্তো রিকোর জালে ছয় গোল

লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিল। আগের ম্যাচে খেলেননি। পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসির খেলার ব্যাপারে আগেভাগে কিছু বলেননি কোচ লিওনেল স্ক্যালোনি। শেষ পর্যন্ত মেসি মাঠে নেমেছেন। কিন্তু পাননি গোল। তবে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হয়েছেন মেসি। দুই গোলে সহায়তা করেছেন মেসি। মায়ামির চেজ স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে তার দল জয় পেয়েছে ৬-০ গোলে। ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ জোড়া গোল করেছেন। গঞ্জালো মন্টিয়েল করেছেন এক গোল। অন্যটি ছিল আত্মঘাতি।

ফলটা যে এমন হবে এটা ছিল অনুমেয়। আর্জেন্টিনা উভয়ার্ধে তিনটি করে গোল পায়। ২২ মিনিটে বাতাসে ভাসানো নিখুঁত পাস থেকে গঞ্জালো মন্টিয়েলকে দিয়ে গোল করার মেসি। এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল বানানোয় শীর্ষে থাকা ব্রাজিলের নেইমারকে ধরে ফেরে মেসি। এখন মেসি ও নেইমারের অ্যাসিস্টের সংখ্যা ৫৯। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে কীর্তিটা একান্ত নিজের করে নেন মেসি। পেছনে ফেলেন নেইমারকে। লাউতারোকে ব্যাক পাসে গোল করার মেসি। আন্তর্জাতিক ফুটবলে এখন মেসির অ্যাসিস্টের সংখ্যা ৬০।

পুয়ের্তো রিকোর গোলরক্ষক অসাধারণ পারফরম্যান্স না করলে ব্যবধানটা যে আরও বড় হতো তাতে কোনো সন্দহে নেই। আর্জেন্টিনা প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ২৫টি শট নিয়েছে। এর মধ্যে ১১টি শট ছিল পোস্টে। মোট ৬৮.৬ ভাগ সময় খেলা নিয়ন্ত্রণ করেছে আর্জেন্টিনা। পুয়ের্তো রিকো এমনিতেই আর্জেন্টিনার অনেক পেছনে। তাছাড়া এ ম্যাচে বেশ কয়েকজন কলেজ ফুটবলারও ছিলেন।

আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল বিশ্বকাপের প্রস্তুতি। সুযোগটা তাই হাতছাড়া করতে চাননি স্ক্যালোনি ও খেলোয়াড়রা। তাই তো সুযোগ পেলে গোল করেছেন খেলোয়াড়রা। আর স্ক্যােলোনি তার রিজার্ভ বেঞ্চের শক্তিটাও পরীক্ষা করেছেন।

ম্যাচটি মূলত সোমবার শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করা হয়। দিন তারিখে যেমন পরিবর্তন আসে তেমনি ভেনু্যতে। এ কারণে টিকিট বিক্রি হয়েছে কম। সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২৫ ডলার। মেসি খেলেছেন এমন কোনো ম্যাচে এত কমে কখনো টিকিট বিক্রি হয়নি।

Exit mobile version