আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ইউরোপের অন্য সব দেশে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে খেলোয়াড়রা যখন মাঠে নামে তখন তাদের সঙ্গে ছোটো ছোটো বাচ্চারা থাকে। তাদের হাত ধরেই খেলোয়াড়রা মাঠে নামে। মেজর সকার লিগেও এটা স্বাভাবিক এক ঘটনা। গত রোববার মেজর সকার লিগে লিওনেল মেসিদের একটা ম্যাচ ছিল। সে ম্যাচে লিওনেল মেসির সঙ্গেও একটা বাচ্চাও ছিল।
মেসির সঙ্গে থাকা বাচ্চার বয়স মাত্র ৮। নাম তার সেইন্ট। এ পর্যন্ত হলে বিষয়টি নিয়ে আর আলোচনার কিছু ছিল না। কিন্তু বাচ্চার মায়ের নাম যখন কিম কার্দিশিয়ান তখন আর তা স্বাভাবিক থাকেনি। বিশেষ করে কার্দিশিয়ান বিষয়টা গোপনও রাখার চেষ্টা করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
কিম কার্দিশিয়ান লিখেছেন, মেসির সঙ্গে হাঁটার সুযোগ পেয়ে সেইন্ট ভাগ্যবান। এটা এমন একটা ঘটনা যা সে কখনো ভুলতে পারবে না। এলএ গ্যালাক্সি ও ইন্টার মিয়ামি ম্যাচে সেইন্ট মেসির সঙ্গে ছিল। নিশ্চিতভাবে সে সময় সেইন্ট স্বর্গে থাকার সুখ অনুভব করেছে।’
ভিডিওতে সেইন্টের সঙ্গে মেসিকে কথা বলতে দেখা গেছে। মাথা নিচু করে মেসি সেইন্টের সঙ্গে কথা বলেছেন। সে সময় তাদের উভয়কে বেশ খুশি মনে হয়েছে। তারা এমনভাবে কথা বলেছে যেন আগে থেকে একে অপরের সঙ্গে পরিচিত। অবশ্য মেসি ও সেইন্ট এর আগে একবার এক সঙ্গে হয়েছিলেন। গত বছরের জুলাইতে মেসির যখন মেজর সকার লিগে অভিষেক হয়েছিল তখন তাদের সঙ্গে দেখা হয়েছিল। তখনও কিম কার্দিশিয়ান সামাজিক মাধ্যমে তার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, তাদের জীবনের সেরা দিন এটি।