ইনজুরির কারণে দলে নেই লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী এ তারকার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে ইন্টার মায়ামি। মেজর সকার লিগে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে অরলান্ডো সিটির কাছে নাস্তানাবুদ হয়েছে তারা। ৪-১ গোলে হেরেছে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। দ্বিতীয়ার্ধে তিন গোল করেছে অরল্যান্ডো সিটি।
ম্যাচে অন্যরকম এক উত্তেজনার ইঙ্গিত দিয়েছিল। ম্যাচের বয়স পাঁচ মিনিট হতে না হতেই উভয় দলের গোলরক্ষককে একবার করে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছিল। লুইস মুরিয়েল দ্বিতীয় মিনিটে গোল করে স্বাগতিক অরলান্ডোকে এগিয়ে নিয়েছিলেন। তিন মিনিট পর ইয়ানিক ব্রাইট গোল করে মায়ামিকে খেলায় ফিরিয়ে আনেন। প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি। মায়ামির হয়ে এটা তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ইন্টার মায়ামির সব বাধা অরলান্ডো সিটির আক্রমণে বানের জলের মতো ভেসে যায়। একের পর এক গোল হজম করে তারা। ৫০ মিনিটে লুইস মুরিয়েল গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। মার্টিন ওজেদা ৫৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। ব্যবধান দাঁড়ায় ৩-১। ৮৮ মিনিটে মার্কো পাসালিক স্কোরশিটে নাম লিখিয়ে ইন্টার মায়ামিকে বড় ব্যবধানে হারের লজ্জায় ডোবান।
এ হারের ফলে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে নেমে এসেছে। ২৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪২। অরলান্ডোর পয়েন্ট ২৬ ম্যাচে ৪৪। তাদের অবস্থান চতুর্থতে। আর ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















