দ্রুততম তিনশ গোল করায় দৌড়ে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন আর্লিং হালান্ড। গতকাল বৃহষ্পতিবার ক্লাব বিশ্ব কাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হালান্ড একটি গোল করেছেন। এটি তার তিনশতম গোল।
২৪ বছর বয়সী আর্লিং হালান্ড এ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। স্কোরশিটে নাম লেখাতে মাত্র সাত মিনিট সময় নিয়েছেন তিনি। তার এ গোলের মাঝ দিয়ে ম্যানসিটি ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। ম্যানসিটির হয়ে হালান্ডের এটি ছিল ১৪৫তম ম্যাচে ১২৩তম গোল। সব মিলিয়ে ৩৭০ ম্যাচে ৩০০তম গোল। এ গোলগুলো তিনি মলদে, আরবি সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি ও জাতীয় দলের হয়ে গোল করেছেন।
তিনশ গোলের মাইলফলকে পৌঁছাতে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেকেও পেছনে ফেলে দিয়েছেন। এই মাইলফলকে পৌঁছাতে রোনালদোর ৫৫৪ ম্যাচ, মেসির ৪১৮ ম্যাচ আর এমবাপ্পের ৪০৯ ম্যাচ খেলতে হয়েছিল।
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, আমি তাকে অভিনন্দন জানাই। মাত্র ২৪ বছর বয়সে সে তিনশ গোলের মাইলফলকে পা দিয়েছে। আমি তার প্রশংসা করি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















