ফিফপ্রো বিশ্ব একাদশে এবার জায়গা হয়নি লিওনেল মেসির। ২০০৬ সালের পর এই প্রথম ফিফপ্রো একাদশের বাইরে থাকলেন এই আর্জেন্টাইন তারকা। এবারের একাদশে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের আধিপত্য। স্প্যানিশ লিগের ক্লাবটি থেকে ছয়জন এই একাদশে সুযোগ পেয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগেল ম্যানচেস্টার সিটি থেকে জায়গা করে নিয়েছেন চার খেলোয়াড়।
ফিফপ্রো একাদশে টানা ১৭ বছর লিওনেল মেসির উপস্থিতি ছিল। বিশ্ব ফুটবলে মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও এবারের একাদশে জায়গা পাননি। এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো রোনালদোর অনুপস্থিতি দেখতে পেলো তার ভক্তরা। মেসি ও রোনালদোর পাশাপাশি একাদশে নেই মোহাম্মদ সালাহ।
মেসি, রোনালদো ও সালাহকে টপকে একাদশে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বাইরে একাদশে সুযোগ পাওয়া একমাত্র খেলোয়াড় লিভারপুলের ভার্জিল ফন উইক।
ফিফপ্রো একাদশ: গোলরক্ষক: এদেরসন; রক্ষণভাগ: দানি কারভাহাল, ভার্জিল ফন উইক, অ্যান্তোনিও রুদিগের; মাঝমাঠ: জুডে বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, টনি ক্রুস, রদ্রি; আক্রমণভাগ: আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র।