লিওনেল মেসি মাঠে না থাকলেও ইন্টার মায়ামিকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন লুইস সুয়ারেজ। তার জোড়া গোলেই লিগস কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। টাইগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছে তারা। যদিও জয়ী ম্যাচে পুরো সময় ডাগআউটে থাকতে পারেননি মাশ্চেরানো; লাল কার্ড দেখে দ্বিতীয়ার্ধ গ্যালারিতে কাটাতে হয়েছে আর্জেন্টাইন কোচকে।
বৃহস্পতিবার ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে টাইগ্রেসকে হারায় ইন্টার মায়ামি। আগের ম্যাচে চোট থেকে ফিরলেও এখনও পুরোপুরি ফিট নন মেসি। তাই সতর্কতার কারণে এদিন তিনি দর্শকসারিতেই ছিলেন। তার অনুপস্থিতিতে আক্রমণের ভার সামলান সুয়ারেজ। পেনাল্টি থেকে দুইবার গোল করে দলের নায়ক হয়ে ওঠেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
২৩ মিনিটে প্রথম পেনাল্টি থেকে মায়ামিকে লিড এনে দেন সুয়ারেজ। এরপর বিরতির আগেই আঘাত পান জর্দি আলবা। সতীর্থের সঙ্গে সংঘর্ষে অস্বস্তি নিয়ে খেললেও পরে বদলি হয়ে মাঠ ছাড়তে হয় সাবেক স্প্যানিশ ডিফেন্ডারকে।
দ্বিতীয়ার্ধে শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোচ মাশ্চেরানোকে। গ্যালারিতে বসে সহকারীকে ফোনে নির্দেশনা দিয়েই ম্যাচের বাকিটা সময় কাটান তিনি। ৬৭ মিনিটে আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। তবে ৮৯ মিনিটে আরও একবার স্পটকিক থেকে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন সুয়ারেজ।
লিগস কাপের সেমিফাইনালে মায়ামির প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ওরল্যান্ডো সিটি ও তালুকার মধ্য থেকে একজনকে সেমিফাইনালে মুখোমুখি পাবে তারা।
