ইনজুরি মুক্ত হয়ে কবে মাঠে ফিরবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। হঠাৎ করে আজ বাংলাদেশ সময়ে ভোর বেলায় মাঠে ফিরেছেন মেসি। করেছেন গোল, জিতেছে দলও। মেজর সকার লিগে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এ জয়ে গোল করেছেন বার্সার তিন সাবেক তারকা। লিওনেল মেসির, পাশাপাশি সুয়ারেজ ও ইহোর্দি আলবা গোল করেছেন।
মেসি অবশ্য শুরুতে মাঠে নামেননি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ঝলক দেখিয়েছেন। ইনজুরির কারণে দুই সপ্তাহের মতো মাঠের বাইরে ছিলেন মেসি। ইনজুরির কারণে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে মেসি সমর্থকদের মধ্যে শঙ্কা ছিল। এ ম্যাচে মাঠে নামায় সেই শঙ্কা থেকে আর্জেন্টিনার সমর্থকরা কিছুটা নির্ভয়ে থাকবে।
মেসি যখন মাঠে আসেন তখন প্রথমার্ধে শেষ। দ্বিতীয়ার্ধে মাঠে এসে তেমন কিছু করতে পারছিলেন না। ম্যাচের বয়স শেষ হতে চলেছে কিন্তু জয়ের তেমন কোনো সম্ভাবনা নেই। ৮০ মিনিট পর্যন্ত ব্যবধান ১-১। প্রথমার্ধের শেষ ইন্টার মায়ামি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যালাক্সি গোল করে সমতায় আসে। অবশেষে শেষ পাঁচ মিনিটে চমক মায়ামির।
৮৪তম মিনিটে জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পলের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন মেসি। এবারের মৌসুমে মেজর সকার লিগে এটি তার ১৯তম গোল।
৮৯ মিনিটে গোলের রূপকার হন মেসি। তার ব্যাকহিল পাস থেকে গোল করেন সুয়ারেজ। এবারের লিগে এটি মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে মায়ামি। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। ৬ পয়েন্ট বেশি তাদের। তবে তারা তিন ম্যাচ বেশি খেলেছে। আগামী বুধবার আবার মাঠে নামবে মায়ামি। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ তাইগ্রেস ইউএএনএল।
