ক্লাব বিশ্ব কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। গ্রুপ পর্ব পার হলেও নক আউট পর্বের শুরুতেই বিদায় হয়েছে দলটির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেইরে কাছে নাস্তানাবুদ হয়েছে, হেরেছে ৪-০ গোলে। মায়ামির এমন হারে হতাশা প্রকাশ করেছেন মেসির সাবেক সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি মেসির সতীর্থদের ‘মূর্তি’ বলে অভিহিত করেছেন।
ইব্রাহিমোভিচ বলেন, মেসি হারেননি, হেরেছে ইন্টার মায়ামি। মেসি সতীর্থদের সঙ্গে নয, একদল মূর্তির সঙ্গে খেলেছে। তার আশপাশে এমন কিছু খেলোয়াড় ছিল তারা এমনভাবে দৌড়েছে তারা যেন কাঁধে করে সিমেন্টের ব্যাগ বইছিল।
ইব্রাহিমোভিচ এক সময় মেজর সকার লিগে খেলেছেন। লা গ্যালাক্সির হয়ে মাঠ মাতিয়েছেন। ইব্রাহিমোভিচ বলেন, ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্ব কাপে দর্শকেরা মেসির সেরা খেলাটা দেখতে পায়নি। মেসি যে খেলাটা খেলেছে তা মেসির স্বাভাবিক খেলা নয়। বল ছাড়া কিভাবে মাঠে নিজেদের অবস্থান জানান দিতে হবে সে বিষয়টা মেসির সতীর্থরা বুঝতে পারে না। যদি মেসি ভালো একটা দলে থাকতো তাহলে তার ভালো খেলা দেখতে পারতো। মাঠে মেসি একা খেলেছে। কেননা সে খেলতে ভালোবাসে। কারণ সে এখনো যা খেলতে পারে ৯৯ ভাগ খেলোয়াড় তা পারে না।’
আটবারের ব্যালন ডি অর জয়ী মেসিকে নিয়ে এবারের ক্লাব বিশ্ব কাপ ফুটবলে নক আউট পর্বে খেলার সুযোগ পায়। মেজর সকার লিগের একমাত্র দল হিসেবে তারা এই কৃতিত্ব দেখিয়েছে। একমাত্র দল হিসেবে তারা ইউরোপিয়ান ক্লাবকে হারানোরও কৃতিত্ব দেখিয়েছে। পোর্তোকে ২-১ গোলে হারায় তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















