আফসোসের শেষ নেই এসি মিলানের। জুভেন্টাসকে টপকে দ্বিতীয় স্থানে আসার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু মধ্যম শক্তির দল মোঞ্জার বিপক্ষে যা হয়েছে তাতে তাদের হতাশার শেষ নেই। মোঞ্জার মাঠ থেকে পুরো পয়েন্ট হারিয়ে এসেছে। ৪-২ গোলে হেরেছে তারা।
মোঞ্জার বিপক্ষে ম্যাচটা এসি মিলানের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিল। এমন হবে তা হয়তো তারা কল্পনাতেও আনতে পারেনি। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল এসি মিলান। মাতেও পেসিনা ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোঞ্জাকে এগিয়ে নিয়েছিলেন। এ অর্ধে ইনজুরি সময়ে আরো এক গোল পায় মোঞ্জা। ওয়ারেন বোন্দো করেন গোলটি।
দ্বিতীয়ার্ধে ওলিভার জিরুদ ও ক্রিশ্চিয়ান পুলিসিকের গোলে সমতায় এনেছিল এসি মিলান। পয়েন্ট তখন ভাগাভাগির বিষয়টা নিশ্চিত হয়েছে। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষা। আর তখন প্রথমার্ধের পুনরাবৃত্তি। প্রথমার্ধে ৪৫ মিনিটে গোল পেয়েছিল মোঞ্জা। দ্বিতীয়ার্ধে পায় ৯০ মিনিটে। প্রথমার্ধে ইনজুরি সময়ে গোল পেয়েছিল মোঞ্জা। দ্বিতীয়ার্ধেও তাই। ফলে ৪-২ গোলে জয় পায় তারা।