লা লিগার জমজমাট সূচির মাঝেই আজ মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে আগুন ছড়িয়েছে আগেই। একদিকে ইয়ামালের খোঁচা, অন্যদিকে কারভাহালের পাল্টা জবাব—সব মিলিয়ে ম্যাচ শুরুর আগেই তপ্ত মাদ্রিদের আকাশ।
গত মৌসুমের স্মৃতি এখনও তাড়া করে ফিরছে রিয়ালকে। টানা চার ক্লাসিকোতে হারের তিক্ততা, চার ম্যাচে ১৬ গোল হজম—অপমানজনক সেই অধ্যায় ভুলে যাওয়া সহজ নয়। বার্সার তরুণদের দাপটে লা লিগা, সুপার কাপ ও কোপা দেল রে—সব ট্রফিই হাতছাড়া হয়েছিল আনচেলত্তির দলের।
তবে এবার বার্নাব্যুতে গল্পটা পাল্টানোর লক্ষ্য নিয়ে নামছে রিয়াল। দলে আছে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম—তিনজনই ছন্দে, তিনজনই বিপজ্জনক। চোটের কারণে শুধু রুডিগার ও আলাবা অনুপস্থিত।
অন্যদিকে বার্সার অবস্থা উল্টো। একে একে ছিটকে গেছেন লেভানডফস্কি, রাফিনিয়া, টের স্টেগেন, গাভি, দানি অলমো ও কুন্দে। সঙ্গে ডাগআউটে নিষিদ্ধ কোচ হ্যান্সি ফ্লিক। এমন অবস্থায় দলের তরুণদেরই এখন বড় দায়িত্ব নিতে হবে।
গত মৌসুমে হাই লাইন ডিফেন্সে ভর করে রিয়ালকে নাস্তানাবুদ করেছিল বার্সা। এবার ফ্লিকের কৌশল বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে রিয়ালের ডাগআউটে এখন নতুন মুখ—জাবি আলোনসো। তাঁর ‘জাবি বল’ স্টাইলেই বদলে যাচ্ছে রিয়ালের উইং প্লে। ভিনিসিয়ুস–এমবাপ্পে জুটি এখন যেন আগুনে ঘি ঢালছে।
দুই দলেরই বড় ম্যাচে কিছুটা দুর্বলতা থেকে গেছে। রিয়াল লিগে হেরেছে আতলেতিকোর কাছে ৫–২ গোলে, বার্সা হেরেছে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে। কিন্তু এল ক্লাসিকোর মতো ম্যাচকে পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না—একটা মুহূর্তই বদলে দিতে পারে সবকিছু।
আজ রাতের বার্নাব্যু যেন প্রস্তুত সেই মুহূর্তের অপেক্ষায়। ভাগ্য নির্ধারণের দায়িত্ব কাদের হাতে যাবে—ভিনি, এমবাপ্পে না ইয়ামাল? উত্তর মিলবে আজ রাতেই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















