প্রাক মৌসুমে প্রস্তুতি ম্যাচে ঠিক মতো মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। ইনজুরির কারণে বেশির ভাগ ম্যাচে মাঠের বাইরে ছিলেন। মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শুরু হতেই স্ব-মহিমায় মেসি। বুধবার রাতে ‘চেস স্টেডিয়ামে’ মৌসুম শুরুর ম্যাচে গোল পাননি আর্জেন্টিনা অধিনায়ক, তবে ঠিকই আলো ছড়িয়েছেন। রিয়াল সল্ট লেগের বিপক্ষে ইন্টার মায়ামির ২-০ গোলে পাওয়া জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দুই গোলের রূপকার ছিলেন তিনি।
ইন্টারের হয়ে গোল করেছেন রবার্ট টেলর ও ডিয়াগো গোমেজ। টেলর গোল করেন ৩৯ মিনিটে। মেসির বাড়ানো ডান দিকের লম্বা পাস ধরেই গোলরক্ষককে পরাভূত করেন তিনি। আর গোমেজ গোলটি করেন ৮৩ মিনিটে। তবে দুর্ভাগ্য মেসির। ভাগ্যের ছোঁয়া না পাওয়ায় এ ম্যাচে গোলের দেখা পাননি তিনি।
ফ্রি কিক থেকে একটা গোল পেতেই পারতেন মেসি। কিন্তু গোলপোস্টে যখন একজনের পরিবর্তে তিনজন দাঁড়ায় তখন গোল পাওয়া কঠিন বটে। তার নেওয়া ফ্রি কিক যখন বার ঘেষে গোল লাইন অতক্রিম করবে তখনই গোল লাইনে দাঁড়ানো এক ডিফেন্ডার হেড করে বল ক্লিয়ার করেন।
গোল না পেলেও ম্যাচ যখন যা প্রয়োজন তখন ঠিকই তা করেছেন। প্রয়োজনের সময় বল নিয়ে ছুটে যাওয়া, ড্রিবলিং করে প্রতিপক্ষের ডিফেন্ডারদের হতাশ করা এমনকি ইনজুরিতে শুয়ে থাকা খেলোয়াড়কে টপকে যেতে দ্বিধা করেননি। এত সব করে অন্তত তিনবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। তার সাবেক সতীর্থ সুয়াজের দুইবার গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাদের কেউ গোলের দেখা পাননি।
ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ঘরের মাটিতে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা খুশি। মেসি এবং আমি মাঠে যেমন আমরা বন্ধু তেমনি মাঠের বাইরেও। আমরা দলকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি। একই সঙ্গে এ বছর দলের হয়ে আমরা সাফল্য অর্জন করতে চাই।