যুক্তরাষ্ট্রের শার্লোট ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকা ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে। ম্যাচ শেষে গ্যালারিতে থাকা কলম্বিয়ার দর্শকদের সাথে মারামারিতে জড়িয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। ছবিতে দেখা গেছে উরুগুয়ের তারকা ফুটবলার ডারউইন নুনিয়েজ কলম্বিয়ার দর্শকদের প্রতি মারমুখী আচরণ করছেন।
উরুগুয়ের খেলোয়াড় এবং কলম্বিয়ায় দর্শকদের মারামারির ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে নুনিয়েজসহ কয়েকজন উরুগুইয়ান ফুটবলার কলম্বিয়ার দর্শকদের এলোপাতাড়ি ঘুষি মারছেন। যদিও এর বেশিরভাগই ছিলো লক্ষ্যভ্রষ্ট।
এসময় নুনিয়েজের সাথে ছিলেন ইনজুরির কারণে সেমিফাইনাল মিস করা রোনাল্ড আরাউহো। তিনিও কলম্বিয়ান দর্শকদের ঘুষি মেরেছেন।