লিগ কাপ থেকেও ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার রাতে টটেনহাম হস্পারের কাছে তারা ৪-৩ গোলে হেরেছে। এই জয়ের ফলে টটেনহাম হস্পার সেমিফাইনালে পৌঁছেছে।
সাত গোলের এই ম্যাচের শুরু অনেকটাই একপেশে ছিল। একের পর এক গোল করে স্বাগতিক দল টটেনহাম লজ্জায় ফেলেছিল ম্যানইউকে। এক পর্যায়ে তারা তিন গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু মাত্র সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যানইউ ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। ৬৩ মিনিটে জোসুয়া জির্কজি ও ৭০ মিনিটে আমাদ গোল দুটি করেন। তবে ৮৮ মিনিটে সন হিউং মিন গোল করে টটেনহামকে ৪-২ গোলে এগিয়ে নেন। তার এ গোলে ম্যানইউ ম্যাচ থেকে ছিটকে যায়। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ম্যানইউয়ের জনি ইভান্স গোল করলে তা হার এড়ানোর জন্য যথেষ্ঠ ছিল না।
এ জয়ের মাঝ দিয়ে টটেনহামের সামনে আবার শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছে। ২০০৮ সালের পর আর তারা কোনো ট্রফি জয় করেনি। তাদের জয় করা শেষ ট্রফি ছিল এই লিগ কাপ। ২০০৮ সালে চতুর্থবারের মতো তারা এই কাপ জয় করেছিল।