ম্যানইউকে হারিয়ে ১৭ বছর পর শিরোপা জয় টটেনহামের

ইউরোপা লিগ

গোলের পর ব্রেনান জনসন

আরো একবার সমর্থকদের হতাশায় ডোবালো ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের ইউরোপা লিগের শিরোপা উপহার দেওয়ার সুযোগ এসেছিল ম্যানইউদের সামনে। কিন্তু সেখানেও তারা ব্যর্থ। ইউরোপা লিগের ফাইনালে বুধবার তারা টটেনহাম হস্পারের কাছে হেরে গেছে। ১-০ গোলে জয়ের মাঝ দিয়ে টটেনহাম জিতে নিয়েছে ইউরোপা লিগের শিরোপা। ম্যাচে একমাত্র গোলটি করেন ব্রেনান জনসন।

এ জয় টটেনহাম হস্পার শিবিরে অন্যরকম আনন্দ বয়ে এনেছে। ঘরোয়া এই শিরোপা জয়ের মাঝ দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেলার টিকেট পেয়েছে টটেনহাম। দূর করেছে দীর্ঘদিন শিরোপা না জয়ের হতাশা। ২০০৮ সালে লিগ কাপ জয়ের পর টটেনহামের এটা প্রথম শিরোপা। আর ১৯৮৪ সালের পর প্রথম ইউরোপিয়ান শিরোপা। তাছাড়া এবারের জয়ের মাঝ দিয়ে এ মৌসুমে চারবার ম্যানইউয়ের বিপক্ষে জয়ের কীর্তি গড়েছে দলটি।

এ জয়ের মাঝ দিয়ে প্রিমিয়ার লিগে হতাশার মাঝে সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে টটেনহাম হস্পার। প্রিমিয়ার লিগে টটেনহাম ও ম্যানইউ উভয় দলের অবস্থা বেশ নাজুক। ম্যানইউ রয়েছে ১৬তম স্থানে, পরের স্থানটি টটেনহামের।

৪২ মিনিটে টটেনহাম ম্যাচের একমাত্র গোলটির দেখা পায়। বিরতির পরপরই ম্যানইউ সমতা আনার সুযোগ পেয়েছিল। কিন্তু রাসমুস হলুন্ডের শট দারুণ দক্ষতায় রুখে দিয়েছিলেন টটেনহামের গোলরক্ষক মাকি ভান ডি ভেন। পরে আরও সুযোগ পেলেও গোল করতে পারেনি ম্যানইউ।

Exit mobile version