ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম প্রায় শেষ। আবার সময় এসেছে নতুন করে দল গড়ার, নতুন লক্ষ্য নির্ধারণের। অনেক খেলোয়াড় নতুন ঠিকানা খুঁজে নেবেন। আবার অনেক খেলোয়াড়কে প্রিয় দল ছেড়ে যেতে হবে। ছেড়ে যাওয়ার তালিকায় থাকতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন খেলোয়াড় আলেহান্দ্রো গারনাচো। ইউরোপা লিগের ফাইনালে টটেনহাম হস্পারের কাছে হারের পর তার বিদায়ের বার্তাটা বেশ জোরোসোরে উচ্চারিত হচ্ছে।
একটা সূত্র জানিয়েছে, গারনাচোও তার নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছে। এরই মধ্যে ২০ বছর বয়সী এ আর্জেন্টাইনকে দলে পেতে ইতালিয়ান ক্লাব নাপোলি মাঠে নেমেছে। চেলসি তাদের সঙ্গে মাঠে নেমেছে।
গারনাচো বলেন, এ মৌসুমে আমাদেরকে যার ভেতর দিয়ে যেতে হয়েছে তা মোটে স্বস্তিদায়ক নয়। ফাইনালে হার আমাদের যেমন কষ্ট দিয়েছে, তেমনি লিগে আমরা কাউকে হারাতে পারিনি। আসলে আমাদের দলে অনেক কিছুই ছিল না। যখন কোনো দল গোল করতে পারছে না তখন বুঝতে হবে আরো কিছু দরকার। ফাইনালের আগ পর্যন্ত আমি প্রতি রাউন্ডে খেলেছি। আমি দলকে সহায়তা করেছি। কিন্তু ফাইনালে আমি মাত্র ২০ মিনিট খেলার সুযোগ পেলাম। কেন এমন হলো তা জানি না।
এদিকে ব্রুনো ফার্নান্দেসের ভবিষ্যতও অনিশ্চতায় পড়েছে। তাকেও দল ছাড়তে হতে পারে। অথচ গত আগষ্টে যখন ব্রুনো চুক্তি করেন তখন তাকে লম্বা সময়ের জন্য চুক্তি করানোর দাবি তুলেছিলেন কোচ রুবেন আমোরিম। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ না পাওয়ায় ম্যানইউ বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আর সে কারণে ব্রুনোর ভবিষ্যত অনিশ্চয়তায় পড়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















