পুরো মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। ধারে তিনি তুর্কি সুপার লিগের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিয়েছেন। বৃহষ্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে তার সদ্য সাবেক হওয়া ক্লাব ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ডে সময়টা তার ভালো যাচ্ছিল না। গত দুই বছর খুব একটা ভালো করতে পারেননি। চলতি মৌসুমের শুরুতেও ব্যর্থতার সেই ধারাবাহিকতা চলছিল। এই কারণে দলের প্রথম পছন্দের গোলরক্ষকের স্থানটা হারান তিনি।
ওনানার এই চুক্তিতে লোন ফি নেই। স্থায়ীভাবে তুর্কি ক্লাবটিতে যাওয়ারও সুযোগ রাখা হয়নি। অর্থাৎ আগামী মৌসুমে আবার ম্যানইউতে ফিরতে হবে তাকে। পাশাপাশি ম্যানইউ বেশ স্বস্তিতেও থাকতে পারবে। কেননা ওনানার বেতন নিয়েও তাদের চিন্তা ভাবনা করতে হবে না।
২৯ বছর বয়সী ওনানা ২০২৩ সালে ইন্টার মিলান থেকে ৪৩.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানইউতে যোগ দিয়েছিলেন। ম্যানইউয়ের জার্সিতে মোট ১০২টি ম্যাচ খেলেছৈন। ২০২৪ সালে এফএ কাপ জিততে দলকে সহায়তা করেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















