ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল ম্যানচেস্টার সিটি। রোববার রাতে নিজেদের মাঠের খেলায় জয়ের পথেই ছিল তারা। কিন্তু নাটকীয়ভাবে সে জয় তাদের মুখ থেকে কেড়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরও ২-১ গোলে জয় পেয়েছে ম্যানইউ। ব্রুনো ফের্নান্দেজ ৮৮ মিনিটে সমতা ফেরানোর পর ৯০ মিনিটে পেন আমাদ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
দুর্ভাগ্য ম্যানচেস্টার সিটির। লম্বা একটা সময় এগিয়ে থেকেও তারা জয়ের দেখা পায়নি। ৩৬ মিনিটে ম্যানসিটি এগিয়ে গিয়েছিল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি। বরং ফের্নান্দেজ ও পেন আমাদের গোল একদিকে ম্যানইউকে যেমন জয় এনে দিয়েছে তেমনি কোচ রুবেন আমোরিমকে হ্যাটট্রিক হারের লজ্জা থেকে রক্ষা করেছে।
মৌসুমের শুরুতে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দেওয়া ম্যানচেস্টার সিটি এখন শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বলা যায়। প্রতিদ্বন্দ্বী দলগুলো খারাপ না করলেও তাদের আর শিরোপা লড়াইয়ে আসার আর কোনো সুযোগ নেই। ১৬ ম্যাচে শেষে ২৭ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন দলটি ষষ্ঠ স্থানে রয়েছে। ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৪। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড নিচের দিকের দলে রূপ নিয়েছে। ১৬ ম্যাচে থেকে তাদের পয়েন্ট ২২। ১৬ ম্যাচে তারা ছয়টি করে ম্যাচ জয় করেছে ও হেরেছে।