প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে চমকে দিল বোর্নমাউথএমনভাবে চমকে যেতে হবে তা হয়তো কল্পনাও করেনি ম্যানচেস্টার সিটি। যে দলটার বিপক্ষে কখনো হারেনি সেই বোর্নমাউথের কাছে শিরোপা প্রত্যাশী দলটি নাস্তানাবুদ হয়েছে। শনিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি।
স্বাগতিক দল উভয়ার্ধে একটি করে গোল করে। ম্যানসিটি শেষ মুহুর্তে ব্যবধান কমায়।
এই হারের আগে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিলো ম্যান সিটি। ২০২৩ সালের ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার কাছে হারের পর থেকে পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগে অপরাজিত ছিল।
এদিকে বোর্নমাউথের কাছে হারের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে ম্যানসিটি। ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। আর ম্যানসিটির বিপক্ষে প্রথম জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বোর্নমাউথ। ত্রয়োদশ স্থান থেকে উঠে এসেছে অষ্টম স্থানে।
নিজেদের মাঠের খেলায় বোর্নমাউথের শুরুটা ছিল দারুণ। ম্যাচের নবম মিনিটে প্রথমবারের মতো তারা চমকে দেয় সফরকারী দলকে। সতীর্থ মিলোস কেরকেজের তৈরি করা সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অ্যান্তোনি সেমেনিও। দ্বিতীয়ার্ধে আরো একবার গোল হজম করে সিটিজেনরা। এবার সেমেনিও রূপকারের ভূমিকায়। তার সহযোগিতায় গোল করেন ইভানিলসন।
ম্যানসিটি গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৮৪ মিনিটে একটা গোল পায় তারা। তবে তা পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ঠ ছিল না।
