ইন্টার মিলানের বিদায়ের দিনে ক্লাব বিশ্ব কাপ থেকে বিদায় নিল ইউরোপের আরো এক জায়ান্ট ম্যানচেস্টার সিটি। টানটান উত্তেজনা আর দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সৌদি ক্লাব আল হিলাল তাদেরকে ৪-৩ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে আল হিলাল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের খেলায় ম্যাচ নিষ্পত্তি হয়।
দুর্ভাগ্য ম্যানচেস্টার সিটি। আগে গোল করেও তাদেরকে বিদায় নিতে হলো। ম্যাচের বয়স ৯ মিনিট হতেই ম্যানসিটি গোল করে এগিয়ে গিয়েছিল। সিলভা করেছিলেন গোলটি। শুরুর এই গোল ম্যানসিটিকে বেশ স্বস্তি এনে দিয়েছিল। কেননা এই গোল পুঁজি করে তারা বিরতিতে গিয়েছিল। কিন্তু বিরতির পর খেলা শুরু হতেই বড় ধাক্কা খায় ম্যানসিটি। মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে তারা।
মার্কোস লিওনার্দো ৪৬ মিনিটে এবং ম্যালকম ৫২ মিনিটে গোল করে আল হিলালকে এগিয়ে নেন। তবে এ স্বস্তি তাদেরও বেশিক্ষণ থাকেনি। ৫৫ মিনিটে আলিং হালান্ড সমতা সূচক গোল করেন। শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
অতিরিক্ত সময়ের খেলা শুরু হতে না হতেই আল হিলাল গোল করে এগিয়ে যায়। দশ মিনিট পর ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করে খেলায় দারুন উত্তেজনা ফিরিয়ে আনেন। কিন্তু এই উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যানসিটিকে হতাশ করে ১১২ মিনিটে আল হিলাল সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন মার্কোস লিওনার্দো। ম্যানসিটি আর এই গোল পরিশোধ করতে পারেনি। ফলে বিদায় নিতে হলো ইউরোপের আরেক জায়ান্ট দলকে।
