ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ঘরোয়া লিগ শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। রোববার রাতে তারা অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে। মোহাম্মদ সালাহ ও ডোমিনিক করেছেন গোল দুটি।
এ জয়ের ফলে লিভারপুল অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৪। আর্সেনাল দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ৫৩। ম্যানচেস্টার সিটি চতুর্থ স্থানে থাকলেও সামনে থাকা লিভারপুল অনেকটা চোখের সীমানার বাইরে চলে গেছে। ম্যানসিটির পয়েন্ট ৪৪।
ম্যাচের শুরুতেই মোহাম্মদ সালাহ’র গোলে এগিয়ে যায় লিভারপুল। লিগের এটা ছিল সালাহর ২৫তম গোল। প্রথমার্ধের শেষ সময়ে ডোমিনিকের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। এ গোলের রূপকার ছিলেন সালাহ। এ নিয়ে সালাহ এবারের মৌসুমে ১১ ম্যাচে একই সঙ্গে গোল করলেন এবং করালেন। ২০১৪-১৫ মৌসুমের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো লিগে এবারই প্রথম এই কীর্তি দেখা গেল। ২০১৪-১৫ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন বার্সেলোনার লিওনেল মেসি।
এ ম্যাচে অবশ্য ম্যানসিটির আর্লিং হালান্ড খেলেননি। ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। তার অনুপস্থিতি সত্ত্বেও ম্যাচে ম্যানসিটির ছিল একচ্ছত্র আধিপত্য। তবে গোল করেছে লিভারপুল। ম্যানসিটির আধিপত্য ছিল ৬৬ ভাগ সময়ে, লিভারপুলের ৩৪ ভাগ সময়ে।