ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ইপসউইচকে তারা ৬-০ গোলে হারিয়েছে। ম্যানসিটির গোল উৎসবের রাতে লজ্জায় ডুবেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন অ্যান্ড হোভের কাছে তারা ৩-১ গোলে হেরেছে।
প্রিমিয়ার লিগে এ মৌসুমে দুই ম্যানচেস্টারের অবস্থা নাজুক। ম্যানইউ পয়েন্ট টেবিলের তলানিতে যাওয়ার লড়াইয়ে নেমেছে। আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। ম্যানসিটি বর্তমানে ২১ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। আর ম্যানচেস্টারের অবস্থান ১৩তম স্থানে। তাদের পয়েন্ট ২৬।
ম্যাচে ইপসউইচ কোনো গোলের দেখা না পেলেও শুরুতে ম্যানসিটিকে তারা বেশ চাপের মুখে ফেলেছিল। গোলের বেশ কয়েকটা সুযোগ তারা তৈরি করেছিল। শুরুর চাপ সামলে ম্যানসিটি তাদের বর্তমান বাজে পারফরম্যান্সকে উড়িয়ে দিয়ে একের পর এক গোল করে যায়। উভয়ার্ধে তারা তিনটি করে গোল করে।
প্রথমার্ধে ফিল ফোডেন জোড়া গোল করেন। তার সঙ্গে যোগ দেন মাতেও কোভাসিস। দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকাটি গোল করেন।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচটা যে স্বস্তিদায়ক হবে না তা শুরুতেই বুঝে যায় ম্যানইউ। পঞ্চম মিনিটে তারা পিছিয়ে পড়ে। ২৩ মিনিটে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে ম্যানইউ। এ নিয়ে এবারের লিগে ম্যানইউ দশম হারের স্বাপ পেল।