বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেই দলকে হারের হার থেকে রক্ষা করলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তার গোলের সুবাদে রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠের খেলায় আর্সেনাল ১-১গোলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করেছে।
মার্টিনেলির এ গোলের কারণে ম্যানসিটি নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেছে। আর্লিং হালান্ডের গোলে ম্যানসিটি নবম মিনিটেই এগিয়ে গিয়েছিল। এই গোলেই তারা জয়ের সুবাস পাচ্ছিল। প্রথমার্ধে তো বটেই নির্ধারিত সময়েও আর্সেনাল গোল পরিশোধ করতে পারেনি। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মার্টিনেলি গোল করে ম্যানসিটির নিশ্চিত জয় ছিনিয়ে নেন
এ ড্র’র ফলে ৫ ম্যাচে শেষে আর্সেনালের পয়েন্ট ১০। এটা ছিল তাদের প্রথম ড্র। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে পয়েন্ট হারিয়ে নাজুক অবস্থা ম্যানসিটির। ৫ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি রয়েছে নবম স্থানে।
এ ড্রয়ের ফলে পেপ গার্দিওলার দল লিভারপুল থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। পাঁচ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে। পাঁচ ম্যাচ শেষেই লিভারপুল থেকে আট পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যানসিটি।
এ ম্যাচের আগ পর্যন্ত আর্সেনালের পোস্ট অক্ষত ছিল। আগের চার ম্যাচে তারা কোনো গোল হজম করেনি। কিন্তু ম্যাচের বয়স নবম মিনিটে গড়াতেই আর্লিং হালান্ড সেই গর্ব গুড়িয়ে দেন। আট মিনিটে ২৯ সেকেন্ডে গোলটি করেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















