গুঞ্জনটা ছিল কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত তা সত্যি হলো। ক্লাব বিশ্বকাপে জ্যাক গ্রিলিশকে বাইরে রেখে দল ঘোষণা করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার ২৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি তার।
ক্লাব বিশ্বকাপের দল ঘোষণার মাঝ দিয়ে একটা বিষয় অনেকটা পরিস্কার যে, ম্যানসিটির সঙ্গে গ্রিলিশের সম্পর্কের শেষটা উঁকি দিচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক দল তার দিকে ঝুঁকে পড়েছে। বেশ কয়েকটা বিদেশি ক্লাবও তার প্রতি আগ্রহী রয়েছে। তবে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রিমিয়ার লিগের এভারটন।
প্রিমিয়ার লিগের শেষ দিনে ফুলহ্যামের বিপক্ষে জয়ের পর গ্রিলিশের ব্যাপারে কথা বলেছিলেন কোচ গার্দিওলা। জানিয়েছিলেন, নিয়মিত প্রথম একাদশে খেলার ইচ্ছা পূরণ করতে হলে ম্যানসিটি ছাড়তে হবে গ্রিলিশকে।
আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ম্যানসিটির প্রথম ম্যাচ ১৮ জুন।
ম্যানচেস্টার সিটির স্কোয়াড:
গোলরক্ষক: মার্কাস বেটিনেলি, স্টেফান ওর্তেগা, এডারসন।
ডিফেন্ডার: রুবেন দিয়াজ, জন স্টোন্স, নাথান আকে, রায়ান আইত-নুরি, ভিতোর রেইস, জোশকো গভার্দিওল, ম্যানুয়েল আকাঞ্জি, আবদুকদির খুসানোভ, রিকো লুইস।
মিডফিল্ডার: নিকো গঞ্জালেজ, রদ্রি, তিজ্জানি রেইজেন্ডার্স, ইলকায় গুন্দোয়ান, বার্নার্দো সিলভা, ম্যাথিউস নুনেস, রায়ান চেরকি, ক্লদিও এচেভেরি, ফিল ফোডেন, অস্কার বব, নিকো ও’রেইলি।
ফরোয়ার্ড: ওমর মারমুশ, আরলিং হালান্ড, সাভিনহো, জেরেমি ডকু।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















