ম্যানসিটির হার, আর্সেনালের শীর্ষস্থান পোক্ত

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হতে এখনো লম্বা সময় বাকি। মাত্র ৯টি করে ম্যাচ শেষ হয়েছে। এর মধ্যে ম্যানচেস্টার সিটির সমর্থকদের মনে হতাশার পাহাড় জমা হতে শুরু করেছে। শিরোপা জয়ের ব্যাপারে সন্দেহের পাহাড়টা ক্রমেই ভারী হচ্ছে তাদের। রবিবার রাতে তারা আরও একটা হারের লজ্জায় ডুবেছে। অ্যাস্টন ভিলার কাছে হেরেছে।

১৯ মিনিটে ম্যাটি ক্যাশ একমাত্র গোলটি করেন। গোল পরিশোধের জন্য বড় একটা সময় পেলেও তা থেকে ম্যানচেস্টার সিটি কোনো ফায়দা তুলতে পারেনি। ম্যাটি ক্যাশের গোলটি একদিকে অ্যাস্টন ভিলাকে টানা চতুর্থ এবং ম্যানসিটির বিপক্ষে টানা তৃতীয় জয় এনে দিয়েছে।

দারুণ কৌশলী খেলা উপহার দিয়েছে অ্যাস্টন ভিলা। তারা ম্যানসিটির গোল মেশিনখ্যাত আর্লিং হালান্ডকে নিষ্ক্রিয় করে রাখার কাজটা ভালোভাবেই পালন করেছে।

এদিকে অন্য ম্যাচে আর্সেনাল ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে। এবেরচি ইজে একমাত্র গোলটি করেন ৩৯ মিনিটে। এ জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। ম্যানসিটির পয়েন্ট সেই ১৬তে। তাদের অবস্থান পঞ্চম। অ্যাস্টন ভিলা ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

Exit mobile version