ডেনিশ সুপার লিগার এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এক হুইলবারো ভর্তি আলু পেয়েছেন ফরাসি ফুটবলার ম্যাক্সিম সোলাস।
রবিবার নর্ডশেলান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে সন্ডারইউস্কের জয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। তার ওই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয় ৫৫ কেজি আলু!
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোলাস বলেন, “আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়াতে দিয়ে দিয়েছি, আর সেখান থেকে কিছু আলু একটি স্যুপ কিচেনকে দান করা হয়েছে।”
ম্যাচটির স্পনসরই পুরস্কার হিসেবে আলু দেওয়ার সিদ্ধান্ত নেন। সন্ডারইউস্কের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাকব রাভন বলেন, “পুরস্কার নির্ধারণ করে ম্যাচ স্পনসর। সে বিষয়টা মজার মনে করেছে, আর এখন এই গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।”
দক্ষিণ ফ্রান্সের মন্টপেলিয়ারে জন্ম নেওয়া সোলাস ২০২০ সালে ডেনমার্কে আসেন। প্রথমে কোপেনহেগেনের আমাগার ক্লাবে খেলার পর ২০২১ সালে সদ্য উন্নীত সন্ডারইউস্কে যোগ দেন। তার আগে খেলেছেন নেদারল্যান্ডসে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















