ঘরোয়া লিগে দুই দলেরই অবস্থা নাজুক। লিগ শিরোপা লড়াই থেকে তারা ছিটকে গেছে বলাই যায়। তবে বার্সেলোনা ও নাপোলি- উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবে টিকে রয়েছে। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে ম্যারাডোনা ডার্বিতে কেউ জয় পায়নি। ইতালিতে অনুষ্ঠিত দিয়াগো ম্যারাডোনার সাবেক দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বার্সেলোনা ও নাপোলি- কোয়ার্টার ফাইনালে কারা খেলবে ফিরতি লেগে তা নিষ্পত্তি হবে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। সে লড়াইয়ে নামার আগে মানসিকভাবে এগিয়ে থাকার রসদ পেয়ে গেছে বার্সেলোনা। একে তো নিজেদের মাঠে ও পরিচিত পরিবেশে খেলবে। তার ওপর অ্যাওয়ে থেকে গোল নিয়ে ফিরছে। ফলে ফিরতি লেগে জয় পাওয়ার যে চাপটা নাপোলির ওপর থাকবে বার্সেলোনা সেখান থেকে মুক্ত থাকবে।
নিজ নিজ লিগে বার্সেলোনা ও নাপোলি উভয় দলই বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু এবার ঘরোয়া লিগে শিরোপা জয়ের রেস থেকে অনেকটাই ছিটকে গেছে।
নাপোলির মাঠে গত রাতের ম্যাচে উভয় দলের শুরুটাই ছিলো সাদামাটা। রবার্ট লেভানদোভস্কি ৬০ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নেন। তবে নাপোলি সমর্থকদের খুব বেশি সময় হতাশায় ভুগতে হয়নি। ৭৫ মিনিটের সময় নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন খেলায় সমতা ফিরিয়ে আনেন।
ছন্নছাড়া খেলা খেললেও ঘরোয়া লিগে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার প্রাধান্য ছিল স্পষ্ট। তাদের আধিপত্যে নাপোলি নিজেদের সীমানা থেকে বের হতেই পারছিল না। বার্সেলোনার চাপে নাপোলি তাদের স্বাভাবিক খেলায় খেলতে পারছিল না। সাধারণ পাস দিতেও ভুল করছিল। তারপরও বার্সেলোনার আক্রমণগুলো তারা ভালোভাবেই রুখে দিচ্ছিল।
গত তিন বছরে এবারই প্রথম বার্সেলোনা নক আউট পর্বে খেলার সুযোগ পেয়েছে।