আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ—বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। এই ম্যাচে দেশের মাটিতে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলবেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী, যাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহকে ঘিরে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে টিকিট সংগ্রহ প্রক্রিয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় টিকিট কিনতে হবে। দায়িত্ব পেয়েছে ‘টিকিফাই ডট লাইভ’ (www.ticify.live)। ২৪ মে দুপুর ১২টা থেকে টিকিট কেনা যাবে ওয়েবসাইটে গিয়ে। নিবন্ধনের সময় দিতে হবে নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা। এরপর বেছে নিতে হবে সিট ও গ্যালারি। পেমেন্ট করা যাবে মোবাইল ফিন্যান্স সেবা বা ব্যাংকের মাধ্যমে, এবং ইমেইলে ই-টিকিট পাঠানো হবে।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। সাধারণ গ্যালারির টিকিট ৪০০ টাকা, স্কাই ভিউ ৩০০০, ক্লাব হাউজ ২০০০-২৫০০, আর ভিআইপি-১ বক্সের সর্বোচ্চ দাম ৪০০০ টাকা।
তবে কালোবাজারি ঠেকাতে একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার চিন্তা করছে কর্তৃপক্ষ। কিছু টিকিট ফুটবল সংশ্লিষ্টদের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















