কনকাকাফ গোল্ড কাপ ফুটবলে শুভ সূচনা করেছে যুক্তরাষ্ট্র। রোববার রাতে তারা ত্রিনিদাদ ও টোবাগোকে ৫-০ গোলে হারিয়েছে। জয়ী দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। এ জয়ের ফলে এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের গ্রুপে নেতৃত্ব দিচ্ছে।
মালিক টিলম্যান জোড়া গোল করেছেন। ১৬ ও ৪১ মিনিটে গোল দুটো করেন তিনি। বিরতির আগে স্কোরশিটে নাম লেখান প্যাটট্রিক আগেয়ামাং। জাতীয় দলের হয়ে এটি তার চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের মধ্যে আগেয়ামাংয়ের সঙ্গী হন ব্রেন্ডেন আরোনসন ও হাজি রাইট। ৮২ মিনিটে আরোনসন ও ৮৪ মিনিটে হাজি রাইট গোল করেন।
মাঠে যুক্তরাষ্ট্রের ছিল একচ্ছত্র আধিপত্য। ৭০ ভাগেরও বেশি সময় তারা খেলাকে নিয়ন্ত্রণ করেছে। স্বাভাবিকভাবে আক্রমণেও ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। ত্রিনিদাদ ও টোবাগো যেখানে তিনটি শট নিয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের নেওয়া শটের সংখ্যা ২১টি।
এই গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও হাইতি। সৌদি আরব ১-০ গোলে জয় দিয়ে তারাও টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আল শেহরি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















