২০১৪ বিশ্বকাপ আর ২০১৭ সালের কনফেডারেশন্স কাপ জয়ের পর আর কোনো ট্রফি জিততে পারেনি জার্মানি। এবার আরো একটি নকআউট থেকে বিদায় নিলো তাঁরা। স্টুটগার্টে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে জার্মানির শিরোপাস্বপ্ন ভেঙে দেয় স্পেন। তবে এই রুদ্ধশ্বাস ম্যাচে ঘটে যাওয়া সবকিছুকে ছাপিয়ে আলোচনায় জার্মানির পেনাল্টি না পাওয়ার ঘটনা।
নির্ধারিত ৯০ মিনিটের একদম শেষ দিকে গোল করে ম্যাচে ১-১ সমতায় ফেরে জার্মানি। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৫ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। দিক পরিবর্তন করে সেই শটটি হাতে লাগে স্প্যানিশ লেফটব্যাক মার্ক কুকুরেয়ার। এরপরেও পেনাল্টি আবেদন নাকচ করেন দায়িত্বে থাকা রেফারি অ্যান্থনি টেইলর। সাথে ব্যাপারটি ভালো করে দেখেও ভিএআর রুম থেকে পেনাল্টি না দেয়ার সিদ্ধান্ত দেন রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল।
সেই পেনাল্টিটি পেলে হয়তো ম্যাচের ফল আসতো জার্মানির পক্ষেই। তবে মূলত উয়েফার নির্ধারিত নিয়মের কারণেই পেনাল্টি সিদ্ধান্ত দেননি ভিএআর রেফারি।
উয়েফার নিয়ম অনুযায়ী, হাত যদি উপরে তোলা অবস্থায় থাকে আর সেটা বলের গতিপথে বাধা সৃষ্টি করে তাহলে রেফারি কিংবা ভিএআর সেটাকে পেনাল্টি হিসেবে বিবেচনা করবে। তবে কুকুরেল্লার ক্ষেত্রে অবশ্য ঘটেছে ভিন্ন কাহিনী। বল যখন স্প্যানিশ এই ডিফেন্ডারের হাতে গিয়ে লাগে তখন তার হাতটি নিচের দিকে নামানো ছিলো।