রবিন মিয়াকে চেনেন না এমন ফুটবলপ্রেমী খুব কমই আছেন বাংলাদেশে। কাতার বিশ্বকাপের সময় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সঙ্গে এই বাংলাদেশি যুবকের বন্ধুত্বের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। আজ প্রায় দুই বছর পর নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রবিন।
এক সাক্ষাৎকারে রবিন মিয়া জানিয়েছেন, নেইমারের সঙ্গে তার কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। বরং নেইমারের বাবার সঙ্গে তিনি (রবিন মিয়া) কাজ করেন। সেই সূত্রেই নেইমারের সঙ্গে পরিচয়।
রবিন বলেন, ‘আমি ২০০৮ সালে দক্ষিণ আমেরিকাতে যাই। তখন থেকেই আমার ফুটবলের প্রতি একটা আবেগ কাজ করত। আমি নিজেও ফুটবল খেলতাম, হয়তো ওই পর্যায়ে যেতে পারিনি। ওই ভালোবাসা থেকেই ইচ্ছে জাগে হয়তো কোনো একদিন নেইমারের সঙ্গে দেখা করব। প্রায় ৪ বছর চেষ্টার পর আমি তার সঙ্গে দেখা করতে পেরেছি।’
রবিন আরও যোগ করেন, ‘আমি খুবই নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা। সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। আমি নেইমারের কোনো বন্ধু নই। আমি তার বাবার সঙ্গে কাজ করি। তার পরিবারের সঙ্গে আমার সখ্যতা নেইমারের চেয়েও বেশি। আমি তার পরিবারের একজন কর্মচারী। নেইমারের বাবা আমাকে আদর করে। আর এই ভালোবাসা দেখে বাংলাদেশের মানুষ হয়তো ভাবছে আমি নেইমারের খুব কাছের মানুষ, বিষয়টা তেমন নয়। আমি চাই মানুষ এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুক।’
নেইমার প্রসঙ্গে রবিন আরও যোগ করেন, ‘আমি কীভাবে তার ঘনিষ্ঠ বন্ধু হবো। আমি তার পরিবারের সঙ্গে মাত্র তিনবছর ধরে কাজ করি। নেইমারের ঘনিষ্ঠ বন্ধু তারাই হবে, যারা তার সঙ্গে ছোটবেলা থেকে ক্লাবে খেলছে কিংবা একসঙ্গে বেড়ে উঠেছে। এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমি আজ পর্যন্ত কোথায় বলিনি যে আমি নেইমারের ঘনিষ্ঠ বন্ধু। আমি তার একজন ভক্ত। আমি তাকে সম্মান করি।’