নেপালে টানা ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। সরকার কারফিউ জারি করলেও প্রাণহানির ঘটনা ঘটছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই বাতিল হয়ে গেছে আজ নির্ধারিত বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচ।
বাংলাদেশ দলের মূল পরিকল্পনা ছিল আগামীকাল কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার। তবে ম্যাচ না হওয়া এবং নিরাপত্তাজনিত কারণে ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে দলকে আজই দেশে ফিরিয়ে আনার।
এরই মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাফুফে। গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের সঙ্গে টিকিট পরিবর্তনের আবেদন জানায় তারা। আজ সকালে বিমান অফিসে রিশিডিউল ফি জমা দেওয়ার পর জাতীয় দলের জন্য ৩৩টি নতুন টিকিট ইস্যু করেছে বিমান কর্তৃপক্ষ।
নেপাল সময় বিকেল তিনটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবে জামাল ভূঁইয়ারা। কিছুক্ষণের মধ্যেই টিম হোটেল ছাড়বেন তারা। দুই ম্যাচের সিরিজে শেষ পর্যন্ত মাত্র একটি ম্যাচই অনুষ্ঠিত হলো। গত ৬ সেপ্টেম্বর খেলা সেই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল।
