আজ (১৭ ডিসেম্বর) কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিফা দ্য বেস্ট-২০২৪’। বর্ষসেরা ফুটবলারের দৌড়ে আলোচনায় আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিনিসিয়ুসের জন্য এটি প্রেস্টিজিয়াস ব্যালন ডি’ অর না পাওয়ার আক্ষেপ ঘোচানোর সুযোগ। অন্যদিকে রদ্রি প্রিমিয়ার লিগ ও ইউরোজয়ী পারফরম্যান্সের কারণে এবারও ভিনির শক্ত প্রতিদ্বন্দ্বী।
বর্ষসেরার ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় অন্যতম বিস্ময় লিওনেল মেসি। আমেরিকায় তুলনামূলক পিছিয়ে থাকা লিগে খেলেও কোপা আমেরিকার শিরোপা তার নামের পাশে। এছাড়া আছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারভাহাল, ভালভার্দে, টনি ক্রুস ও পিএসজির কিলিয়ান এমবাপে। ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ এবং বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামালও তালিকায় আছেন।
বর্ষসেরা নারী খেলোয়াড়ের দৌড়ে স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতিকে ফেভারিট মনে করা হচ্ছে। তার সঙ্গে আছেন আফ্রিকান সেরা বারব্রারা বান্দা ও আরও ১৪ তারকা। বর্ষসেরা কোচের তালিকায় আছেন কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে ও জাবি আলোনসো।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্টের পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হবে। ফিফার সদস্য দেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিকদের ভোটে ৭৫ শতাংশ এবং সমর্থকদের ভোটে ২৫ শতাংশ চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। সেরা গোল, সেরা একাদশ ও ফ্যান অ্যাওয়ার্ডও আজ ঘোষণা করা হবে।