মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। যেখানে সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার লড়াই। টুর্নামেন্টটির ৯৪তম আসরটি শুরু হবে গেতাফে ও অ্যাতলেতিকো বিলবাওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে।
গেতাফেকে ঘরের মাঠ সান মামেসে আথিতেয়তা দিবে অ্যাতলেতিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। আর রাত দেড়টায় জিরোনার মুখোমুখি হবে রিয়াল বেতিস।
চলতি আসরে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে লড়বে সর্বোচ্চ ৫ ক্লাব- রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ, গেতাফে, লেগানেস ও রায়ো ভায়েকানো। গত মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে ৭৪ পয়েন্ট নিয়ে প্রোমোটেড হয়েছে লেগানেস। সাথে ফিরছে কাতালান প্রতিনিধি এস্পানিওল ও ব্রাজিলের রোনালদো নাজারিওর মালিকানাধীন রিয়াল ভায়াদোলিদ।